শিরোনাম

ধ্রুপদি লড়াইয়ে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সার শিরোপা উৎসব

Views: 3

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘরের মাঠে সর্বশেষ এল-ক্লাসিকোয় ৪-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের সেই প্রতিশোধ আর নেওয়া হলো না। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর সুপারকোপায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৫-২ গোলের ম্যাচে স্প্যানিশ সুপারকোপায় রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা জিতল কাতালানরা।

রোববার দিবাগত রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মহিমান্বিত রাত উদযাপন করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। একইসঙ্গে কার্লো আনচেলত্তির রিয়ালকে ভুলে যাওয়ার মতো এক রাত উপহার দিয়েছে। কী ছিল না ম্যাচটিতে? মুহুমুর্হু আক্রমণ, তুমুল শারীরিক লড়াই ও প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে উত্তেজনায় ঠাসা এক ধ্রুপদি লড়াই। যে লড়াইয়ে জয় হয়েছে লেভা-লামিনে-রাফিনিয়াদের।

ম্যাচে বার্সেলোনার হয়ে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং একটি করে গোল করেন রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। বিপরীতে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েস একটি করে গোলে রিয়ালের হয়ে ব্যবধান কমান। পুরো ম্যাচে ফাউল হয়েছে ২৭টি। যার জন্য দেখানো হয় ১০টি কার্ড, এক লাল কার্ডে ১০ জনে পরিণত হয়েছিল বার্সেলোনা। তবুও ৫২ শতাংশ বলের দখল ছিল তাদের।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *