দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান মুক্তি পেতে যাওয়া তার নতুন সিনেমা ‘নকশীকাঁথার জমিন’-এর খবর জানালেন। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিজয় দিবসে প্রকাশিত এর টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এই সিনেমাটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মাণ করেছেন আকরাম খান। বিজয়ের মাসে ছবিটি মুক্তি দেয়ার কারণ সম্পর্কে জয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানাতে বিজয়ের মাসকেই বেছে নেয়া হয়েছে।”
‘নকশীকাঁথার জমিন’ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার পেয়েছে। ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য নমিনেটেড হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে।
ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, “মুক্তিযুদ্ধের সময় সাধারণ গ্রামীণ মানুষের অংশগ্রহণের গল্প আমাদের সিনেমায় কম এসেছে। ‘নকশীকাঁথার জমিন’ সেই সাধারণ মানুষের সংগ্রাম ও জীবনের কথা বলে। এটি একটি ইউনিক ছবি, যা সব প্রজন্মের দেখা উচিত।”
ছবিতে বড় বোন রাহেলার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে ছোট বোন সালেহার চরিত্রে দেখা যাবে সেঁওতিকে। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ইরেশ যাকের। এছাড়া দুই ছেলের চরিত্রে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি অভিনীত হয়েছে।
জয়া আহসান দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, “এই সিনেমা আমাদের ইতিহাস ও চেতনার এক অনন্য উপস্থাপনা। এটি হৃদয়ে গেঁথে রাখার মতো একটি ছবি।”