বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস প্রথমবারের মতো সৌদি আরবে পারফর্ম করতে যাচ্ছেন। সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে আগামী ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে জেমস ও তার ব্যান্ড ‘নগরবাউল’ শোনাবে তাদের জনপ্রিয় সব গান। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এই আয়োজনটি ‘রিয়াদ সিজন’-এর একটি অংশ।
সৌদি আরবের বিনোদন খাতে নতুন যুগ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বর্তমানে বিনোদন খাতকে নতুন করে উন্মুক্ত করছে। ২০১৮ সালে দেশটির বিনোদন জগতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে চালু হয়েছে সিনেমা হল, কনসার্ট, ফ্যাশন শোসহ নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ৪৫ দিনব্যাপী ‘রিয়াদ সিজন’, যা শেষ হবে ৩০ নভেম্বর।
‘রিয়াদ সিজন’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব
এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে ৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানও রয়েছে। প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। ‘বাংলাদেশ উইক’ হিসেবে নির্ধারিত হয়েছে ২০ থেকে ২৩ নভেম্বর। এই সময়ে বাংলাদেশের সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরা হবে।
প্রবাসীদের জন্য বিশেষ আয়োজন
নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানিয়েছেন, “সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছি। দর্শকদের জন্য এ শো বিনামূল্যে উপভোগ্য হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের এই বিশেষ কনসার্টে অংশগ্রহণ করতে।”