চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে এক নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ‘তুফান’ ছবিতে শাকিবের সঙ্গে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে, যা বাংলাদেশ ও ভারতে ব্যাপক সাড়া ফেলেছিল।
যিশু সেনগুপ্তের খলনায়কের চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শুটিংয়ের সময়সূচির কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। তবে বর্তমানে নতুন ছবির পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শোনা যাচ্ছে, শাকিব ও যিশু আবারও ভরপুর অ্যাকশন ড্রামায় হাজির হতে যাচ্ছেন। চলতি বছরের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে কলকাতায় এই ছবির শুটিং অনুষ্ঠিত হবে, এবং এটি হতে পারে ‘তুফান-২’।
বর্তমানে শাকিব ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে রয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ইধিকা পাল। দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এখন নিয়মিত একসঙ্গে কাজ করছেন, যার মধ্যে রয়েছে মিমি চক্রবর্তী, দর্শনা বণিক, শ্রীলেখা মিত্র, এবং আরও অনেক।
যিশুর নতুন অবতারে দেখার জন্য দুই বাংলার অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন, এখন দেখার বিষয় এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।