বর্তমানে চ্যাটের সময় নানা ধরনের ইমোজি ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। কিন্তু, এখন আপনি নিজের ইচ্ছামতো ইমোজি তৈরি করার সুযোগ পাবেন।
সম্প্রতি, অ্যাপল তাদের আইপডওস ১৮.২ এবং আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। এই নতুন সংস্করণে যোগ করা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম হল, অ্যাপলের নিজস্ব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) সুবিধা এবং সিরি অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি অন্তর্ভুক্ত করা।
এছাড়া, নতুন সিস্টেমে “জেনমোজি” নামে একটি নতুন ফিচার এসেছে, যার মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমোজি তৈরি করতে পারবেন। প্রচলিত ইমোজির পরিবর্তে আপনি চাইলে আপনার নিজের ইমোজি ডিজাইন করতে পারবেন।
জেনমোজি তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি কথোপকথনে যেতে হবে। টেক্সট ফিল্ডে ক্লিক করার পর একটি স্মাইলি বা গ্লোব আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে আপনি একটি টেক্সট বক্স দেখতে পাবেন, যেখানে আপনি ইমোজির জন্য আপনার বর্ণনা দিতে পারবেন। এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করলেই আপনার পছন্দমতো ইমোজি তৈরি হয়ে যাবে।
এই ফিচারের মাধ্যমে আপনি ইমোজি তৈরি করার পাশাপাশি ইমোজি ডিলিটও করতে পারবেন। এছাড়া, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও সহজ ও দ্রুত হতে পারে। এর মাধ্যমে আপনি কোনো ছবিও ব্যবহার করে ইমোজি তৈরি করতে পারবেন।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম