জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা আবারো জুটি বাঁধছেন। নতুন বছরে তারা হাজির হচ্ছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘ডেস্ট্রয়’-এর মাধ্যমে। সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের শুরুর দিকে এবং শুটিং শেষে বছরের কোনো এক উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন সিনেমার প্রযোজক এম ডি ইকবাল।
প্রযোজক জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে সিনেমার ব্যাপারে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। চিত্রনাট্য রচনা করছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে মাঝসমুদ্রে অ্যাকশনধর্মী একটি গল্পে দেখা যাবে অনন্তকে।
এম ডি ইকবাল বলেন, “ডেস্ট্রয় সিনেমায় অনন্ত-বর্ষাকে এমন এক নতুন রূপে দেখা যাবে, যা দর্শক আগে কখনো দেখেননি। এটি একদম নতুন মিশন নিয়ে তৈরি।” সিনেমাটিতে একঝাঁক তারকার অভিনয়ের সম্ভাবনার কথাও জানালেও তাদের নাম এখনো প্রকাশ করতে চাননি তিনি।
এর আগে প্রযোজক ইকবালের সঙ্গে ‘কিল হিম’ সিনেমায় কাজ করেছিলেন অনন্ত-বর্ষা। ওই সিনেমাটি বেশ আলোচনা সৃষ্টি করেছিল। এবার ‘ডেস্ট্রয়’ নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম