নতুন বছরের আগমনে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীর জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) এক বাণীতে তিনি নতুন বছরের শুরুতে মানুষের মাঝে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরের সূচনা সবসময়ই আমাদের মাঝে নব উদ্যম জাগ্রত করে এবং সুন্দর আগামীর জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়ন ও লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
নতুন বছরে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা দেশকে ভালোবাসব এবং সর্বশক্তি দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করব। একইসঙ্গে যেকোনো সন্ত্রাসবাদ প্রতিহত করে শান্তি বজায় রাখব।”
তিনি আরও বলেন, নতুন বছরের প্রতিটি দিন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নতির শিখরে পৌঁছানোর অঙ্গীকার করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে জনগণের কল্যাণে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম