শিরোনাম

নতুন বছরে সোনার দামে রেকর্ড

Views: 6

নতুন বছরের শুরুতেই দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে সোনার দাম বাড়ানো হয়। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম হবে প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা।

এছাড়া, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

গত ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল, তখন ২২ ক্যারেটের সোনার দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *