বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বলেছেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখার জন্যই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তিনি জানান, এর ফলস্বরূপ তৈরি হয়েছে নতুন বুদ্ধিজীবী শ্রেণি, যারা খুব অল্প টাকায় কেনা গেছে। “পনেরো টাকায় তাদের কেনা হয়েছে, এবং আরো অনেক বড় অঙ্ক দিয়েও তাদের কেনা হয়েছে,” মন্তব্য করেন তিনি। তবে তিনি এও বলেন, আসল বুদ্ধিজীবীদের শনাক্ত করতে পেরেছে খুব কম মানুষ। আসল বুদ্ধিজীবীরা ছিলেন সেই মানুষ, যাদের কথা শুনে সাধারণ মানুষের ভালো লাগা তৈরি হতো। এবং হয়তো এখনও দুই-একজন আছেন, যারা সেই মর্যাদায় আছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি।
এ সময় উপাচার্য আরো বলেন, “বরিশালের যে ইতিহাস, যে সংস্কৃতি এবং বরিশালবাসীর শিক্ষা তা পরীক্ষিত ও প্রমাণিত। এখানে আসার পর আমি যা দেখেছি, তাতে আমার বিশ্বাস দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়কে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। এখান থেকেই তৈরি হতে পারে নতুন বুদ্ধিজীবী, এমন মানুষ যারা শুধু বরিশালের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য কাজ করবে।”
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল আলিম বছির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হক। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম