শিরোনাম

নতুন মূল্য নির্ধারণ, ১২ কেজি এলপিজি ১৪৫৯ টাকা

Views: 6

ভ্যাট বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) এর দাম ৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৪৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ছিল ১৪৫৫ টাকা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিইআরসি ভ্যাট সমন্বয় করে নতুন এলপিজি দর ঘোষণা করেছে। এখন ১২ কেজি এলপিজির দাম কেজিপ্রতি ১২১.৫৬ টাকা, যা আগে ছিল ১২১.১৯ টাকা। পাশাপাশি, অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও চলতি জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে, তবুও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিইআরসি প্রথমে দাম অপরিবর্তিত রাখে। ডিসেম্বরে প্রোপেন ও বিউটেনের গড় দাম টন প্রতি ১৩.৩৩ ডলার কমলেও, ডলারের দর বেড়ে যাওয়ার কারণে দাম বাড়াতে হয়েছে।

এলপিজির দাম ঘোষণা করার সময় বিইআরসি জানিয়েছিল, সৌদি আরবের বাজারে দাম ওঠানামা করলে ভিত্তিমূল্যও পরিবর্তিত হবে। ২০২১ সালের ১২ এপ্রিল থেকে এলপিজির দর ঘোষণা শুরু হয় এবং এখন পর্যন্ত প্রতিমাসে দাম নির্ধারণ করা হচ্ছে। তবে, বাজারে কখনও বিইআরসি নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না, এমন অভিযোগ রয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *