শিরোনাম

নতুন রাজনৈতিক দল আসছে, শীর্ষ পদে কে থাকছেন এখনো অনিশ্চিত!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন রাজনৈতিক দলের গুঞ্জন উঠেছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলো এক ছাতার নিচে আসতে চলেছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই দলটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র জানায়, নতুন দলে শীর্ষ চার পদে নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা যদি এই রাজনৈতিক দলে যোগ দেন, তবে তারা সরকার থেকে পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন আখতার হোসেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তিনি সবার আগে পদত্যাগ করবেন। নতুন দলের আহ্বায়ক পদের জন্য আলোচনায় আছেন নাহিদ ইসলাম, নাসীরুদ্দিন পাটওয়ারী ও মাহফুজ আলম। অন্যদিকে সদস্য সচিব পদে আখতার হোসেন, আরিফ সোহেল ও সামান্তা শারমিনের নাম শোনা যাচ্ছে। মুখপাত্র ও মুখ্য সংগঠকের দৌঁড়ে রয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, উমামা ফাতেমা ও আব্দুল হান্নান মাসউদ।

নতুন দলের ছাত্র সংগঠন হিসেবে কারা থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে গণতান্ত্রিক ছাত্র শক্তি নতুন দলের ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে পারে বলে সূত্র জানায়। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবেই থাকবে।

দলটির নাম ও প্রতীক কী হবে, সে বিষয়ে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য একটি ক্যাম্পেইন চালানো হবে। প্রায় এক লাখ মানুষের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আখতার হোসেন। জাতীয় নাগরিক কমিটি জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এখন পর্যন্ত ৩০০টি কমিটি গঠন করতে পেরেছে। সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক যাচাই-বাছাই করায় কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print