দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ন্যান্সির ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ‘স্বাধীন’ শব্দটি। ন্যান্সির দাবি, বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে পেশাগত জীবনে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে।
বর্তমান সময়ের রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে ন্যান্সি ইতোমধ্যে একাধিক নতুন গান রেকর্ড করেছেন এবং স্টেজ শোতে পারফর্ম করেছেন। তিনি জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়ে সমসাময়িক শিল্পীদের সঙ্গেও স্টেজ মাতিয়েছেন। ন্যান্সি এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের মেম্বার হিসেবে কাজ করছেন।
আজ ন্যান্সি তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রশংসা করা হয়েছে। পোস্টে বলা হয়, “রাজনীতি কীভাবে করতে হয়, এই মানুষটা আমাদের সামনে সেই উদাহরণ স্থাপন করেছেন।” তিনি আরও বলেন, “খালেদা জিয়া বিদেশে নিরাপদ জীবন ছেড়ে দেশের কারাগারে ফিরে এসেছেন। তিনি কখনও আপোস করেননি, বরং দেশের মাটিতে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন।”
পোস্টের মাধ্যমে ন্যান্সি খালেদা জিয়ার দৃঢ় মনোবলের প্রশংসা করে বলেন, “এই দেশ হাসিনাকে মনে রাখবে একজন স্বৈরাচারী শাসক হিসেবে, আর খালেদা জিয়াকে মনে রাখবে আপোষহীন গণতন্ত্রের নেত্রী হিসেবে।”
সূত্র : মূল পোস্ট সাদিকুর রহমান খানের
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম