শিরোনাম

নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯ হাজারের বেশি

Views: 17

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ১৭ দিনে ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৭৯,৯৮৪ জন। এর মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটসহ বিভিন্ন বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৬ জন রয়েছেন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১,৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭৩,৫৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর ৪১৫ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাস থেকে ডেঙ্গু রোগী বৃদ্ধির শুরু হয়, যা আগস্ট ও সেপ্টেম্বরে আরও বেড়ে যায়। গত ৩ মাসে ডেঙ্গুরোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে অক্টোবর মাসে ৩০,৮৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া, ২০২৩ সালের শেষ নাগাদ ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু এবং ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *