চন্দ্রদ্বীপ ডেস্ক: বামপন্থী সরকার আসার পর শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার শূন্যের নিচে নেমে এসেছে। নভেম্বর মাসে দেশটির মূল্যস্ফীতির হার মাইনাস ১ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ছিল মাইনাস শূন্য দশমিক ৭ শতাংশ। এর ফলে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে অনেক দূর অগ্রসর হয়েছে দেশটি।
নভেম্বর মাসে শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতি ছিল শূন্য শতাংশ, অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খাদ্যের দাম বাড়েনি। অক্টোবর মাসে যা ছিল ১ দশমিক ৩ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল মাইনাস ৩ দশমিক ১ শতাংশ, আগের মাস অক্টোবরে যা ছিল মাইনাস ২ দশমিক ৩ শতাংশ।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই সময়ে শ্রীলঙ্কার মুদ্রা রুপির দরবৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো হয়েছে, তার হাত ধরে মূল্যস্ফীতির এই অধোগতি। বিশ্লেষকেরা বলছেন, ২০২৫ সালের প্রথম দুই মাসেও মূল্যস্ফীতির হার ঋণাত্মক থাকতে পারে। এরপর গাড়ি আমদানি শুরু হলে বিদেশি মুদ্রার চাহিদা বাড়তে পারে। তখন মূল্যস্ফীতির হার আবার শূন্যের ওপরে যাবে, যদিও তা ৪ শতাংশের ওপরে যাবে না।