চন্দ্রদ্বীপ ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মোদি এবং তার দল বিজেপির এই বিজয় ভারত-ইসরায়েলের মিত্রতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘(ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পেয়েছেন। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি, তার নতুন মেয়াদে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এক নতুন উচ্চতা স্পর্শ করবে। বাধাই হো (অভিনন্দন)!’