বরিশাল অফিস :: পটুয়াখালী শহরে প্রবেশের জন্য ৪ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম লোহালিয়া খেয়াঘাট। প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে হাজারও মানুষ পারাপার হয়। নাব্য সংকটের কারণে লোহালিয়া পাড়ে খেয়ানৌকা আটকে গিয়ে প্রায়ই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পটুয়াখালী জেলা শহরের সঙ্গে দ্রুত এবং সংক্ষেপে চলাচল করতে সদর উপজেলার লোহালিয়া, কমলাপুর, ভুড়িয়া ইউনিয়নসহ দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলার কয়েক লাখ মানুষ লোহালিয়া-কাশিপুর সড়ক ব্যবহার করেন। এ পথে চলাচলের প্রধান বাধা লোহালিয়া নদী। এই লোহালিয়া নদী প্রতিদিন হাজারও মানুষ খেয়া পার হয়ে চলাচল করেন।
এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, লোহালিয়া খেয়াঘাটের নাব্য সংকট সমাধানের জন্য ইতোমধ্যে আমরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। যেহেতু বর্তমানে লোহালিয়া নদীতে ড্রেজিং কাজ চলছে এবং পৌরসভার ড্রেজিং কাজ করার সক্ষমতা নেই, সে কারণে বিআইডব্লিউটিএ এটুকু জায়গা ড্রেজিং করলে খেয়াঘাটে নাব্য সমস্যার সমাধান হবে।
এদিকে গুরুত্ব বিবেচনায় এই নদীতে ইতোমধ্যে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। তবে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও লোহালিয়া খেয়াঘাট চলমান থাকবে। মূলত ব্রিজটি শহর থেকে কিছুটা দূরে নির্মিত হওয়ায় মানুষ এবং হাতে নেওয়া যায় এমন পণ্য নিয়ে এই খেয়া পারাপার করেই অনেকে চলাচল করেন।