চন্দ্রদ্বীপ নিউজ :: আইসিসির ভবিষ্যৎ সূচী অনুযায়ী, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা বাংলাদেশে। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভ্রমণ সতর্কতা দিয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। সেক্ষেত্রে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করতে পারবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আজ সোমবার সাংবাদিকদের সুজন বলেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মধ্যে আমরা করতে পারব। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করছে সরকার, সহায়তা নিয়ে পাশে আছে সেনাবাহিনী, তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
এর আগে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই দফায় আশাবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’
আসিফ মাহমুদ আরও যোগ করেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’