বিপিএল ২০২৫-এর বর্তমান আসরে রংপুর রাইডার্স শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। গত ম্যাচে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে বড় জয় তুলে নেয়ার পর, তারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স সিলেটকে ৩৪ রানে পরাজিত করেছে, যা তাদের টানা দ্বিতীয় জয়।
এই ম্যাচে রংপুরের বোলাররা দারুণ কৃতিত্ব দেখিয়েছেন, বিশেষ করে নাহিদ রানা। তিনি একক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। মাত্র ২৭ রানে ৪টি উইকেট নিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন। এছাড়া, মোহাম্মদ সাইফুদ্দিনও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন, যা সিলেটের জন্য ছিল বড় ধাক্কা।
সিলেট স্ট্রাইকার্সের জন্য রনি তালুকদার ছিলেন একমাত্র আলো। তিনি ৩৬ বল খেলে ৪১ রান করেন। তবে জাকের আলি অনিকের মন্থর ইনিংস (৩৩ বলে ২৪) দলের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৫৬ রানের লক্ষ্য তাড়াতে সিলেট দল শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। নাহিদ রানার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তারা থমকে যায়, আর শেষ পর্যন্ত সিলেট দল ১২১ রানে থেমে যায়।
রংপুরের ইনিংসে ইফতেখার আহমেদ ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে নুরুল হাসান সোহান ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেখ মেহেদীও ৮ বলে ১৬ রান করে রংপুরের সংগ্রহে বাড়তি ভূমিকা রাখেন।
শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৫৫ রানই যথেষ্ট প্রমাণিত হয়, এবং তারা সিলেটকে ৩৪ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয়।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম