শিরোনাম

নিউ ইয়র্কের পথে ড. ইউনূস

Views: 36

চন্দ্রদ্বীপ অনলাইন : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে মোট ৫৭ জন সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর করা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ প্রায় ২০ জনের প্রতিনিধিদল নিউ ইয়র্ক আসবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা সফর শেষে নিউ ইয়র্ক থেকে ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *