চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এবার তার জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, এবং সেখানে কাটাচ্ছেন ব্যক্তিগত সময়। দেশে ফেরার ইচ্ছে থাকলেও আপাতত ফিরছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের কাছ থেকে জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উদযাপনের উদ্যোগে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবারের জন্মদিনে মৌসুমীর তেমন বিশেষ কোনো পরিকল্পনা নেই। কন্যা ফাইজা তাকে বাড়িতে থাকার অনুরোধ করেছে, তাই তিনি তাকে নিয়েই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাসায় নিজেই কেক বানানো থেকে শুরু করে রান্না করবেন তিনি। এই সময় তার সাথে ফাইজার নানী ও খালামনি থাকবেন, তাদের সঙ্গেই ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপনের পরিকল্পনা করেছেন।
এদিকে, স্বামী ওমর সানী এবং ছেলে ফারদিনের অনুপস্থিতি অনুভব করছেন মৌসুমী। তাদের জন্যও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। দেশে ফেরা নিয়ে তিনি জানান, সবকিছু স্বাভাবিক হলে ফেরার ইচ্ছে রয়েছে, তবে কবে নাগাদ ফিরতে পারবেন তা নিশ্চিত নন।
মৌসুমীর ক্যারিয়ার শুরু হয় ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায়। এর পর থেকে ‘দোলা’, ‘দেনমোহর’, ‘মেঘলা আকাশ’, ‘আম্মাজান’, ‘তারকাঁটা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’।