চন্দ্রদীপ ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের পর থেকে দেশটির আলোচিত জেনারেল সেরগেই সুরোভিকিনকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। এ নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়। তিনি বেঁচে আছেন কি না তা নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে সব জল্পনা শেষ হয়েছে। সম্প্রতি তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। গত জুনে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে ওয়াগনার বাহিনী।
ওই ভাড়াটে বাহিনীর প্রয়াত প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের খুব ঘনিষ্ঠ ছিলেন এই রুশ জেনারেল। গত মাসের শেষ দিকে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন প্রিগোজিন। তারপর থেকেই সেরগেই সুরোভিকিনকে ঘিরে ধোঁয়াশা আরও বাড়তে থাকে। ওয়াগনারের বিদ্রোহের কারণে জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও এর আগে খবর পাওয়া গেছে।
তবে ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার একজন সাবেক কমান্ডার সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই রুশ জেনারেলের একটি ছবি পোস্ট করার পর এ বিষয়ে সব ধরনের জল্পনা শেষ হয়েছে।
এছাড়া সোমবার (০৪ সেপ্টেম্বর) রাশিয়ার খ্যাতিমান সাংবাদিক কেসেনিয়া সবচাক ওই সাবেক রুশ জেনারেলের একটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে, সুরোভিকিন বেঁচে আছেন, সুস্থ আছেন এবং মস্কোতে তার পরিবারের সঙ্গে বাড়িতেই অবস্থান করছেন।