শিরোনাম

নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মারলেন প্রার্থী,পটুয়াখালীতে সমর্থকদের ক্ষোভ

Views: 45

বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে প্রার্থী হয়েছিলেন জোবায়ের হোসেন ওরফে রাসেল। প্রতীক ছিলো টেলিভিশন। তবে নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মেরে আলোচনার জন্ম দিয়েছেন এই প্রার্থী।

নৌকা প্রতীকে সিল মারা একটি ব্যালট পেপার হাতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল। এ ঘটনায় হাস্যরসের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন কয়েকজন ভোটার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কিনা ভোট দেয় নৌকায়। একে কি বলা যায়?’

এর আগে জোবায়ের রাসেল প্রচার-প্রচারণার জন্য নিজেকে অনিরাপদ ভেবে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতে পুলিশ নিয়ে প্রচারণাও চালিয়েছেন তিনি।

নৌকায় ভোট দিলেন কেন- এমন প্রশ্নের জবাবে জোবায়ের হোসেন রাসেল বলেন, ‘আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামী লীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে।’

জানা গেছে, আসনটিতে প্রার্থী হয়েছিলেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আ স ম ফিরোজ (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার (লাঙ্গল প্রতীক), তৃনমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট জোবায়ের হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক)।

নৌকার প্রার্থী আ সম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টেলিভিশন প্রতীক পায় ২ হাজার ২৩১ ভোট।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *