শিরোনাম

নিপুণের প্যানেলের সভাপতি নায়ক মাহমুদ কলি

Views: 55

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আগামী ২৭ এপ্রিল চলচ্চিত্রশিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্যানেল গঠনের কাজ নিয়ে শিল্পীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানা গেছে।

গত মাসে ইলিয়াস কাঞ্চনের ঘোষণার পর নতুন সভাপতি খুঁজছেন নিপুণ। এবার সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন নিপুণের প্যানেলের সভাপতি।

আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকেলে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন নায়ক মাহমুদ কলি।

সভাপতির বিষয়ে কোনো ঘোষণা না দিলেও আজ ইফতারের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান নিপুণ। তবে নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল জাগো নিউজকে নিশ্চিত করেন মাহমুদ কলি-ই সভাপতি হচ্ছেন।

আশি-নব্বই দশকের জনপ্রিয় নায়ক ছিলেন মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি চলচ্চিত্রপ্রেমীদের মাত করে রেখে ছিলেন। মাহমুদ কলি ‘মাস্তান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেন।

এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে দুটি সিনেমা মুক্তি পায়নি।

মাহমুদ কলি অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’‘গ্রেফতার’ ও ‘খামোশ’।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *