প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন (ইসি) ভবিষ্যতে দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করবে।
আজ শনিবার (১১ জানুয়ারি) সিলেটে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে কমিশন নতুন পরিকল্পনা করবে।
এ সময় সিইসি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে হবে না। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার জন্য কাজ করছি এবং এটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে সম্পন্ন হবে।” এ ছাড়াও, আগামী নির্বাচনে প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সিইসি স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না এবং জানান, একদিনে সব নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কিছু লোক একদিনে সব নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন, তবে এটি কোনোভাবেই সম্ভব নয়।
একই অনুষ্ঠানে এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে, সবার সুন্দরভাবে কাজ করার জন্য সঠিক নীতিমালার ভিত্তিতে তা করা জরুরি।
তিনি শেষে ভোটার আইডি সংশোধনে বিগত সময়ের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম