শিরোনাম

নিয়ন্ত্রণে এসেছে তেজগাঁওয়ে বস্তির আগুন

Views: 45

চন্দ্রদীপ নিউজ: রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন পৌনে ৪টার দিকে জানান, রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরশাদ হোসেন আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপণে এখনো সবকটি ইউনিট কাজ করছে। আগুনের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *