শিরোনাম

নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

Views: 11

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরান, হিজবুল্লাহ, হামাসসহ প্রতিরোধ বাহিনীর আক্রমণের আশঙ্কায় তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান, পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে অবস্থিত সামরিক কেন্দ্রগুলোর ওপর ইসরাইলি আক্রমণ চালায়। এর পরপরই মূলত ইসরাইলি কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নেয়।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বাহিনীর চালানো এসব হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ইরানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ইসরাইলকে তার ‘দুঃসাহসী কার্যকলাপ’ সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও এসব আক্রমণ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের জনগণকে শান্ত থাকার, ঐক্য বজায় রাখার এবং কেবল সরকারি সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করা ও বিশ্বস্ত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইরনা

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *