অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটি আর থামবে না।” তিনি আরও বলেন, “যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে, এবং শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের ওপর।”
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ১০০ দিনের সরকারী কর্মকালের পূর্তি উপলক্ষে এই ভাষণটি দেন তিনি।
ড. ইউনূস নির্বাচনের তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও, জানান যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। “কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে, এরপর তারা নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব নেবে,” বলেন তিনি।
এছাড়া, নির্বাচনী সংস্কারের প্রসঙ্গেও তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার, এবং আমাদের ম্যান্ডেট অনুযায়ী এই কাজগুলো করতে হবে।” সংস্কারের অংশ হিসেবে, নির্বাচনী কমিশন গঠনের পাশাপাশি, অন্যান্য কমিশনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে, যার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
প্রধান উপদেষ্টা জনগণকে তার মতামত প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন নিয়ে আপনারা যেসব বক্তব্য দিতে চান, সেগুলো খোলাখুলিভাবে জানাতে হবে। দেশটি আপনার, আপনার মতামতও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সংস্কারের কথাও বলুন। সংস্কার জাতির শক্তি, আর তরুণ প্রজন্মের জন্য একটি নতুন পৃথিবী তৈরির সুযোগ এনে দেবে।” নির্বাচনী সংস্কারের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে সকলের মতামত অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস নির্বাচনের পথ প্রশস্ত করতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালার ওপর গুরুত্ব আরোপ করেন। “নির্বাচনী আইন সংশোধন করতে হবে সেই সুপারিশমালার ভিত্তিতেই,” বলেন তিনি। এর পাশাপাশি, ভোটার তালিকা হালনাগাদ করার কাজও চলমান থাকবে।
“আমি নিশ্চিত নই, সংস্কারের প্রস্তাবসমূহ কতটুকু বাস্তবায়ন করা যাবে, তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সুযোগ দিলে আমরা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজন করবো,” বলেন প্রধান উপদেষ্টা। তিনি নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় চেয়ে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ব্যবস্থা এমনভাবে তৈরি করা হবে যাতে এটি যুগযুগ ধরে কার্যকর থাকে এবং রাজনৈতিক সংকটের হাত থেকে দেশ রক্ষা পায়।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম