বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসেন গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান।
২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন তিনি। বিকেলে মুলাদী উপজেলার হাসপাতল রোড থেকে ট্রাক প্রতীকের সর্মথনে একটি মিছিল বের করে পৌর মেয়র সড়ক হয়ে মুলাদী সড়কে গিয়ে শেষ হয়।
পরে মুলাদী বাজারের গনসংযোগ করেন। সন্ধায় গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৌলভী বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আনোয়ার হোসেন ফরাজী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৩ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান বলেন,আমি প্রার্থী হিসেবে বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষের সাথে মিশে জানতে পেরেছি সাধারণ মানুষ আমাকে তাদের হৃদয়দিয়ে কিভাবে বরণ করে নিয়েছে। মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা আমি শুনেছি। এই দুই উপজেলার মানুষ কতটুকু অবহেলিত তা আমি বুঝতে পেরেছি। তাই আগামী ৭ জানুয়ারী ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালেই অবহেলিত বাবুগঞ্জ-মুলাদীর চিত্র উন্নয়নের মধ্যদিয়ে পাল্টে দিব।
এ সময় উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুম রেজা(মাঝি), কেদারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিবলুর রহমান বাদল বিশ্বাস, রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল ইসলাম নয়ন, গাছুয়া ইউনিয়নের সমাজসেবক মোঃ দুলাল প্যাদা, মাস্টার বাবুল হোসেন, এলেম সরদার, সাবেক ইউপি সদস্য জাহিদুর রহমান, মাস্টার মোঃ আবুল বাশার, মাস্টার মোঃ খোকন হাওলাদারসহ মুলাদী উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও কাজিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রেইনট্রি তলা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মোঃ মোনাসেফ উদ্দিন হাওলাদার।