শিরোনাম

নির্যাতন প্রতিরোধে কলাপাড়ায় ছাত্রীদের মানববন্ধন

Views: 33

পটুয়াখালী প্রতিনিধি :: সারাদেশে সাম্প্রতি নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি ও নারী নির্যাতন প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলাপাড়ার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় নারী নির্যাতন ফোরামের আয়োজনে ও আভাস অ্যাকশনএইড’র সহযোগিতার কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মুষলধারায় বৃষ্টির মধ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কলাপাড়া শিশু ও যুব ফোরামের সদস্য জিদনী, সুমাইয়া, মিমি বেগম ও অ্যাকশনএইড প্রতিনিধি ইতি বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সারা দেশে হঠাৎ করে নারী নির্যাতন বেড়ে গেছে। নারীরা সড়ক থেকে স্কুল, পরিবার ও সমাজে অনিরাপদ। এছাড়া বাল্যবিবাহ, শিশু নির্যাতন বেড়েছে। সর্বক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাই নারী নির্যাতন বন্ধে তাদের এ প্রতিবাদ। তাদের এ অবস্থান সব বৈষম্যের বিরুদ্ধে। একইসঙ্গে নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *