চট্টগ্রাম কাস্টম হাউস সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে দরপত্র প্রকাশ শুরু হবে। তবে, নিয়ম অনুযায়ী নিলামের আগে শুল্ক পরিশোধ করে গাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য সাবেক এমপিদের নোটিশ দেওয়া হলেও সাড়া মেলেনি।
কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের শেড খালি করার নির্দেশনার পর ১০৩টি গাড়ির তালিকা প্রস্তুত করা হয়। এরপর আমদানিকারকদের নোটিশ পাঠানো হলে ৩১টি গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তবে ৩০টি সাবেক এমপির গাড়ি শুল্ক পরিশোধ ছাড়াই পড়ে রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন জানিয়েছেন, ৭২টি গাড়ির দর নির্ধারণের জন্য শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে ২১ জানুয়ারি থেকে নিলাম শুরু হবে।
এদিকে, চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী জানিয়েছেন, অনেক সময় আমদানিকারকদের কাগজপত্রের জটিলতার কারণে গাড়ি ছাড়াতে দেরি হয়। এছাড়া, কাস্টমসের বিরুদ্ধে মামলা সংক্রান্ত জটিলতাও সময় সাপেক্ষ হতে পারে। তিনি বলেন, “কাস্টমসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে এবং আইন শাখা এ বিষয়টি ফলোআপ করলে জট সৃষ্টি হয় না।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম