চন্দ্রদ্বীপ ডেস্ক ::দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড়পর্দায় ফিরে আসা নিয়ে শোবিজে বেশ আলোচনা চলছে। তার অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’ এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নতুন দুটি সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগী’ নামের একটি সিনেমা।
এই সিনেমায় নিশোর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, ‘দাগী’তে আবারও নিশোর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তমা মির্জা। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তমা মির্জা বলেন, “এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। যদি হয়, তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
সত্যতা পুরোপুরি না বললেও তমার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি ‘দাগী’ সিনেমায় থাকতে পারেন। আফরান নিশো ও তমা মির্জা প্রথমবার জুটি বেঁধেছিলেন ২০২৩ সালের ‘সুড়ঙ্গ’ সিনেমায়, যা দর্শক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছিল। এরপর তারা দীর্ঘ বিরতি নেন বড়পর্দার কাজ থেকে।
সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানায়, নিশোর নায়িকা হিসেবে তমা মির্জা ‘দাগী’ সিনেমায় থাকছেন এবং ডিসেম্বরে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চাঁদপুরের মদনা গ্রামের এক ছিঁচকে চোরের সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হবে ‘দাগী’, যা মূলত ওয়েব সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও পরবর্তীতে বড় পর্দার জন্য তৈরি হচ্ছে।