Views: 2
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ওয়াশিংটন ও লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন কঠিন চাপে রয়েছেন। এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, “পুতিন এখন কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি যে ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তা অব্যাহত রাখার আর কোনও সুযোগ নেই।”
বাইডেন আরও উল্লেখ করেন, যদি পশ্চিমা দেশগুলোর সহযোগিতা অব্যাহত থাকে, তবে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বাইডেন এ কথাও বলেন যে, ট্রাম্পের প্রশাসন পরিবর্তনের পর ইউক্রেনের জন্য আরও কার্যকর সমর্থন নিশ্চিত করা হবে।
মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম