চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ‘ইয়াংস্টার সিজন-২’ রিয়্যালিটি শো-এর চ্যাম্পিয়ন জাহিদ ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। তার গৃহশিক্ষক রানু স্যারের প্রভাবেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। পাশাপাশি, ফুটবলের প্রতিও তার প্রবল ঝোঁক রয়েছে। জাহিদের প্রিয় খেলোয়াড় ব্রাজিলের সুপারস্টার নেইমার।
সম্প্রতি নেইমারের সিগনেচার করা একটি জার্সি জাহিদের কাছে পৌঁছে দেন নেইমারের বন্ধু, বাংলাদেশের রবিন মিয়া। এই জার্সি পেয়ে জাহিদ ভীষণ উচ্ছ্বসিত। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহিদ বলেন, “পছন্দের খেলোয়াড়ের সিগনেচার করা জার্সি পাওয়া সত্যিই অনেক আনন্দের। এই প্রাপ্তি কতটা বিশেষ, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। রবিন মিয়া ভাইকে অনেক ধন্যবাদ এই অসাধারণ উপহারটি পৌঁছে দেওয়ার জন্য।”
রবিন মিয়ার সঙ্গে নেইমারের বন্ধুত্বের সম্পর্কটি সামনে আসে ২০২২ কাতার বিশ্বকাপের সময়।