চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাসায় ইন্টারনেট সংযোগ নেয়ার সময় রাউটার কোথায় রাখা হবে, তা নিয়ে সচেতন না থাকা সাধারণ ঘটনা। কিন্তু ইন্টারনেট স্পিড কম হলে সমস্যা তৈরি হয়। এটি মনে রাখা জরুরি, রাউটার রাখার স্থান ইন্টারনেটের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ।
বড় বাসায় রাউটার কোথায় রাখতে হবে তা নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয়। ছোট অ্যাপার্টমেন্টের জন্য একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট যথেষ্ট। তবে বড় বাড়ির জন্য মেশ নেটওয়ার্ক তৈরি করতে হবে। অর্থাৎ, রাউটার একটি স্থানে রেখে ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করে বাড়ির সব জায়গায় সংযোগ ছড়িয়ে দিতে হবে।
রাউটার রাখার সঠিক স্থান
মাঝামাঝি স্থানে রাখুন: পুরো বাড়িতে সমান সিগন্যাল কভারেজ পেতে রাউটার মাঝামাঝি কোথাও রাখুন।
উঁচু স্থানে রাখুন: রাউটার উঁচু স্থানে রাখলে নিচের দিকে সিগন্যাল আসবে।
দেয়াল ও বাধার কাছে নয়: দেয়াল ও বড় বাধা সিগন্যাল দুর্বল করতে পারে, তাই সিগন্যাল বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন।
অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতির দূরত্ব: মাইক্রোওয়েভ ওভেনের মতো একই তরঙ্গের যন্ত্রপাতির কাছাকাছি রাউটার রাখবেন না, কারণ সিগন্যালের ব্যাঘাত ঘটতে পারে।
অ্যানটেনার অবস্থান
রাউটারে অ্যানটেনা থাকলে সেগুলো সিগন্যাল নির্দিষ্ট দিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সব অ্যানটেনা এক দিকে নির্দেশ করা ঠিক নয়; বরং বিপরীতমুখী বা বিভিন্ন দিকে রাখতে হবে, যাতে সিগন্যাল সমানভাবে ছড়িয়ে পড়ে।