শিরোনাম

নৈরাজ্যে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বরিশাল বিএনপি

Views: 23

বরিশাল অফিস :: গণঅভ্যুত্থান পরবর্তী অরাজক পরিস্থিতি তৈরি করে দখলদারিত্ব চালানো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি। নৈরাজ্য দখলদারিত্ব না করে দেশ গঠনের কাজে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্তু বরিশালের বিভিন্ন স্থাপনা, ঘাট, বাজার, সাংবাদিক সংগঠন দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি দুষ্কৃতকারী মহল। বরিশাল মহানগর বিএনপি এই দায়ভার নেবে না। একইসঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যদি দখল কার্যক্রমে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একই সিদ্ধান্ত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিংও করছে দলটি।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পরপরই বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *