শিরোনাম

নৌকার মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

Views: 59

বরিশাল অফিস: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১-বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

গণসংযোগ ও মতবিনিময় এর চলমান কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।

এসময় আতিকুর রহমান প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের মাধ্যমে তিনি তাঁর আগ্রহের কথা জানান। আতিকুর রহমান বলেন, বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইব। তিনি আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দিবেন। অন্য কাউকে মনোনয়ন দিলেও নৌকার জন্যই ভোট চাইব। নেত্রী যাকে মননোয়ন দেবেন তিনিই নৌকার প্রার্থী, তার পক্ষেই মাঠে থাকবো। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, স্থানীয় রাজনীতিতে যেন দলীয় কোন দ্বিধা বিভক্তির সৃষ্টি নাহয় সেজন্য দলের হাইকমান্ডের নির্দেশনা নিয়েই এলাকায় কাজ করছি।

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এ আসনে দীর্ঘ দিনের প্রত্যাশা নৌকার প্রকৃত মাঝি। সেই নৌকার মনোনয় পেয়ে নৌকাকে বিজয়ী করাই দলের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বাবুগঞ্জ মুলাদীতে আমি ব্যক্তি উদ্যোগে যে উন্নয়ন কর্মকা- করেছি তাতে এখানকার সাধারণ মানুষের ভোটের মূল্যায়নের নোকা প্রতিক পেলে বিপুল ভোটে বিজয়ী হবো। মতবিনিময় কালে বাবুগঞ্জে কমর্রত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *