Views: 49
বুখাইনগরে সতন্ত্র প্রার্থী ও স্থানীয় গণ মাধ্যম কর্মী নৌকার সমর্থকদের লাঞ্ছিত
বরিশাল অফিস :: বরিশাল ৫ আসনের নৌকা মার্কার পদপ্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বার) বিকালে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আজ আমরা উন্নয়নশীল দেশে পৌছেছি। আমরা দক্ষিনাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। ভোলা থেকে গ্যাস আনা হবে। এতে বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে।
তিনি আরো বলেন, আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
অন্যদিকে বরিশাল সদর আসনের সতন্ত্র সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী সালাউদ্দিন রিপনকে বরিশাল সদর উপজেলার চরমোনই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিধ্যালয় মাঠে মহিলাদের সাথে উঠান বৈঠক শেষে বেড় হয়ে আসার সময় স্কুলে প্রবেশ মুখে নৌকা প্রতীকের অফিসে বসা সমর্থক কর্মীরা সালাউদ্দিন রিপনকে কুটুক্তি করে এতে সালাউদ্দিন রিপন নৌকার সমর্থকদের সাথে কথা বলতে গেলে এক প্রর্যায়ে কথাকাটি শেষে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর মারমুখি হয়ে উঠে তাকে ধাক্কা ধাক্কি করে।
এঘটনার সময় বরিশালের স্থানীয় আলোকিত পত্রিকার আলোকচিত্র মোঃ নাসির ছবি ধারন করার অপরাধে তাকেও লাঞ্ছিত করে সেই সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে নাসির অভিযোগ করে একই সময় সালাউদ্দিন রিপনকে জীবন নাশের হুমকি দেয়। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা রিপনকে উওপ্ত পরিস্থিতি থেকে সরিয়ে এনে গাড়িতে উঠিয়ে দেয় বলে প্রার্থী রিপন অভিযোগ করেন।