বরিশাল অফিস :: দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সোমবার (৯ সেপ্টম্বর) সকালে তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন।
ভোলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।
সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।পরে তিনি গনমাধ্যমে ব্রিফিং করেছেন।
নৌ প্রধান বলেন, সশস্ত্র বাহিনী সব সময়ই জনগনের পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে নৌ বাহিনী। এ বিষয়ে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
নৌ প্রধান আরও বলেন, ছাত্র-জনতার তাদের সফল আন্দোলনে মাধ্যমে দেশের যে পরিবর্তন নিয়ে এসেছেন এ পরিবর্তনের সুফল যাতে দেশের জনগন পায় সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
সাংকাদিকদের প্রশ্নের জবাবে নৌ প্রধান ভোলার নৌ দস্যুতা, চাদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করার কথাও জানান। আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যতদিন সরকার চাইবে ততদিন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে মাঠে নিয়োজিত থাকবে বাংলাদেশ নৌবাহিনী।
এর আগে হেলিকপ্টারযোগে ভোলা হেলপ্যাডে অবতরন করে নৌ প্রধান। তাকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অভ্যর্থনা জানান। পরে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, নৌ কন্টিজেন্ট কমান্ডার আরাফাতুল ইসলাম চৌধুরী, বরিশাল র ্যাব ৮ পরিচালক কমান্ডার আরাফাত হোসেন, বিভাগীয় কমিশারসহ উধ্বতর্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।