শিরোনাম

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের নতুন চেয়ারম্যান ফাহিমা মান্নান

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল)-এর নতুন চেয়ারম্যান হিসেবে ফাহিমা মান্নান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে আরিফা কবির নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় এ নিয়োগের ঘোষণা দেয়া হয়।

ফাহিমা মান্নান ২০১৬ সাল থেকে এনএফএলের বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রের হোফস্ট্রা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ করেছেন এবং বর্তমানে ওএমসি গ্রুপের বোর্ডের সদস্য।

নতুন ভাইস-চেয়ারম্যান আরিফা কবির নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালকের দায়িত্বে ছিলেন।

নতুন পরিচালক আবু সামছুল কবির নিউ ইয়র্কের কাবকো ফার্মাসিউটিক্যালসে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছেন, বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে দক্ষ। অপর পরিচালক রিদওয়ান জহীর খান কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে আনন্তা গার্মেন্টস লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করছেন।

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য বিস্তৃত আর্থিক সেবা ও উদ্ভাবনী সমাধান প্রদান করে। প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *