পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু মোল্লা (৪৮) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে।
আরো পড়ুন : পিতার বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ মায়ের
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার থেকে জানা গেছে, অভিযুক্ত ফজলু মোল্লা ও ভক্তিভোগীরা পাশাপাশি বাড়িতে বসবাস করে। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা দিনমজুর। ঘটনার দিন সকালে প্রতিদিনের মত সে কাজ করার জন্য বের হয়। মা তিন মেয়েকে বাড়িতে রেখে ঈদ উপলক্ষে উপজেলা চেয়াম্যানের সুবিদখালি বাড়িতে ত্রানের শাড়ি আনাতে যায়। এই সুযোগে ফজলু মোল্লা মেজো মেয়েকে একটি কেক নিয়ে খেতে দেয় এবং বড় মেয়েকে ঘরের পশ্চিম পাশের বারান্দায় নিয়ে যায়। সেখানে মাটির উপরে পাটের বস্তার উপর শুয়াইয়া মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় গোমরানির শব্দ শুনে মেজো মেয়ে ঘটনা স্থলে এসে ডাক চিৎকার দিলে ফজলু মোল্লা পালিয়ে যায়।
ভুক্তভোগী মা থানায় এসে বুধবার রাতেই মামলা করলে অভিযান চালিয়ে ফজলু মোল্লাকে ছৈলাবুনিয়া থেকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন বলেন, ভুক্তভোগী ওই তরুণীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফজলু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।