শিরোনাম

পটুয়াখালীতে অটোরিকশার মালামালসহ চোর চক্রের ৭ সদস্য আটক

Views: 46

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে অটোরিকশার মালামালসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পটুয়াখালী কমলাপুর ইউনিয়নের দেলোয়ার সিকদারের ছেলে মো. সিদ্দিক সিকদার (২৫),
লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সুলতান জোমাদ্দারের ছেলে সুমন জোমাদ্দার (৩০), শহরের আদালত পাড়া এলাকার আ. রহিমের ছেলে মো. কামরুল ইসলাম (৩০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সোভাকাঠি গ্রামের মৃত ছত্তার ডাকুয়ার ছেলে জাহাঙ্গীর ডাকুয়া (৩৫), দুধল মৌ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের লালু শরীফের ছেলে মো. বাচ্চু শরীফ (৩৫), ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন কাজীর ছেলে মস্তফা কাজী (৫৫), রুনসীর মোজাম তালুকদারের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৬)।

এঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার বাদী পটুয়াখালী কলের পুকুর এলাকার মো. ফরিদ উদ্দিন খান পেশায় একজন অটোগাড়ির ব্যবসায়ী। বাদীর ৮টি ব্যাটারিচালিত অটোগাড়ি আছে। অটোগাড়িগুলো পটুয়াখালী পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের লোহালিয়া খেয়াঘাটের সাথে একটি ভাড়াটিয়া গ্যারেজে রাখেন। এ ছাড়াও বাদীর গ্যারেজে অন্যান্য লোকদের অটোগাড়ি ভাড়ায় রাখেন ও ব্যাটারি চার্জ দেন। গত ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৫টায় সজিব হাওলাদার নামের এক অটোচালক দুটি বড় অটোগাড়ি গ্যারেজের সামনে রাস্তার উপর রেখে গ্যারেজের মধ্যে কাজ করতে যান। ঘণ্টাখানেক পরে বের হয়ে দেখতে পান ২টি অটোগাড়ির মধ্যে একটি নেই। তখন বাদী ফরিদ উদ্দিন ও তার ছেলে শুভ ও অন্যান্য লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায় তারা জানতে পারেন অটোগাড়িটি সিদ্দিক, সুমন ও কামরুল নামের তিনজনের সাথে আরও বেশ কয়েকজনকে নিয়ে অটোগাড়িটি নিয়ে গেছে। ফরিদ বিষয়টি পটুয়াখালী থানা পুলিশকে জানালে গত ২৭ ডিসেম্বর রাতে কলের পুকুর পার হতে চুরির সাথে জড়িত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রাথমিকভাবে চুরি করার কথা স্বীকার করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *