পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ব্যাটারি চালিত তিনটি বড় ও একটি ছোট অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের হোতা মো: মিলন খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত অটোরিকশা গুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।
রবিবার (৩১ মার্চ) রাতে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার সংলগ্ন আবাসন মাঠ থেকে চোরাই অটোরিকশা উদ্ধার করা হয় এবং আসামীকে আটক করা হয়। আসামী একই ইউনিয়নের মাড়াইপাড়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহয়তায় অটোরিকশা চোর চক্রের হোতা মো. মিলন খানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে রবিবার রাতে জেলা ডিবির ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে কলাপাড়া থেকে আসামীকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য অনুযায়ী আবাসন মাঠ থেকে চোরাই ৪ টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আসামী মিলনকে জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয় তথ্য সংগ্রহ করা হবে।
আরো পড়ুন : ১ সপ্তাহে পটুয়াখালীর হাসপাতালে ভর্তি ২৬৪ ডায়রিয়া রোগী
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম আজমল হুদা বলেন, অটোরিকশা গুলো প্রকৃত মালিকের কাছে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।