মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর সাগর উপকূলে অবাধে ছোট ছোট চিংড়ি শিকার করা হচ্ছে। ছোট ফাঁসের জাল দিয়ে এই চিংড়ি ধরতে গিয়ে অনান্য মাছের পোনাও মারা যাচ্ছে। সেই সাথে ধ্বংস হচ্ছে জলজ অন্যান্য প্রাণ-প্রকৃতি।
এই জালের অবাধ ব্যবহার মৎস্য খাতের জন্য হুমকি মনে করেন এই খাতের গবেষকরা।
হাজার হাজার ট্রলার নিয়ে বঙ্গোপসাগর উপকূলে ছোট জাতের চিংড়ি শিকার করতে যাচ্ছে পটুয়াখালীর জেলেরা। ছোট ফাঁসের জাল ব্যবহার করে অবাধে শিকার করা হয় স্থানীয়ভাবে ভুলা চিংড়ি নামে পরিচিত ছোট জাতের এই চিংড়ি। যা সাধানত শুটকি তৈরি করা হয়। তবে এই মাছ শিকার করতে যে জাল ব্যবহার করা হয় তাতে অনান্য মাছের পোনা ও জালজ প্রকৃতিও নষ্ট হচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, কুয়াকাটাসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় জেলেরা সাগর থেকে যে চিংড়ি শিকার করে নিয়ে আসছেন তার সাথে ইলিশ, পোয়া, ছুড়ি, বাইলা, লইট্যাসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রানীর পোনাও মারা গেছে।
মৎস্য খাতের গবেষকরা বলছেন, এভাবে অবাধে মাছ শিকারের ফলে মাছের খাদ্য শৃঙ্খলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও গবেষণা করে কার্যকর পদক্ষেপ নেবার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা।