পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা (সরকারি কৌঁসুলি) নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত তালিকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নাম থাকায় এবং দলের দীর্ঘদিনের ত্যাগী আইনজীবীরা বাদ পড়ায় এ ক্ষোভের আগুন জ্বলছে। বুধবার দুপুরে এই নিয়োগ তালিকা প্রকাশিত হওয়ার পরপরই জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা প্রতিবাদ জানান।
তালিকা প্রকাশের পর বিকেলে বিক্ষোভ মিছিল করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় নবনিযুক্ত কিছু আইন কর্মকর্তার চেম্বারে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের অভিযোগ স্পষ্ট এবং বিএনপির পরীক্ষিত ও ত্যাগী আইনজীবীরা অবহেলিত হয়েছেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, “নিয়োগ বঞ্চিত হয়েছেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত আইনজীবীরা। আমরা এ নিয়োগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছি এবং এর বিরুদ্ধে সব ধরনের আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নেব।”
নবনিযুক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা মজিবুর রহমান টোটন বলেন, “নতুন তালিকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নাম থাকার কারণে আমাদের ত্যাগী আইনজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সুপ্রিম কোর্টের সলিসিটর অনু বিভাগ (জিপি-পিপি শাখা) থেকে ৭৮ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর মধ্যে পাবলিক প্রসিউকিটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পিপি ৪৬ জন এবং গভার্নমেন্ট প্লিডার (জিপি), অতিরিক্ত জিপি ও সহকারী জিপি ৩২ জন রয়েছেন। পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটকে উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপিপন্থি আইনজীবীরা এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং শীঘ্রই আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন। এই নিয়োগকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করছেন এবং তাদের ন্যায্য দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।