পটুয়াখালী প্রতিনিধি :: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ৬৮ জনকে আসামী করে মামলা করেছে আজকের প্রভাতের জেলা প্রতিনিধি মো: লোকমান মৃধা।
আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালত বিজ্ঞ বিচারক মো:আশিকুর রহমানের আদালতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান সহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী দেখিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম সহ গুলি করে হত্যা করার চেষ্টা দায়ে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত আজ মামলাটি সড়াসড়ি এজাহার হিসেবে নেয়ার জন্য পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার ফাইলিং ল’ইয়ার এ্যাডভোকেট সোহেল খান।
মামলার এজাহারে জানা গেছে,১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের খলিসাখালী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তিপূর্ন কর্মসূচীতে এজাহারে বর্নিত মামলার ১ থেকে ৭ নং আসামী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, পৌর মেয়র মো: মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শোয়েব এর নির্দেশনা হুকুম এবং সহায়তায় এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীরা মহাসড়কে দা, রামদা , বগি দা, জিআইপাইপ , লোহার রড, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল, দেশী -বিদেশী আগ্নেয়াস্ত্র সহ ছাত্রদের উপর হামলা করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি করে ধারালো ও প্রান নাশক অস্ত্র দিয়ে ছাত্রদের বর্বোরিচীত পিটানো এবং কোপানো শুরু করলে নিরস্ত্র ছাত্ররা প্রান রক্ষার্থে মহাসড়কের উপর দিয়ে দৌড়িয়ে খলিসাখালী আছিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ১ থেকে ৭নং আসামীরা মামলার অন্যান্য আসামীদের হুকুম দেন আন্দোলনকারীদের একটা একটা ধরে মেরে ফেলার হুকুম প্রদান করেন। ১ থেকে ৭ নং আসামীর হুকুম পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুলও সাধারন সম্পাদক আরিফের নেতৃত্বে অন্যান্য আসামীরা মামলার ১নং স্বাক্ষী মো:শাকিল ঘরামীকে ঘিরে ফেললে সে প্রান বাঁচাতে নিকটবর্তী স্কুলের ছাদে উঠলে তাকে মারধর করে।
এ সময় মামলার অভিযোগকারী আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা আসামী আরিফ ও সাইফুলের নিষেধাজ্ঞা সত্বেও উক্ত মারধরের ভিডিও ধারন করতে থাকলে আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এসময় গুলি তার গায়ে না লাগলেও অন্যান্য আসামীরা লোকমানকে লোহার রড, বাঁশের লাঠি, জিআই পাইপ দ্বারা বেদম প্রহার গুরুতর জখম করে। তখন সে প্রান রক্ষার্থে দৌড় দিলে কয়েকজন আসামী তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করে, গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে যায়, এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম এবং পটুয়াখালী সদরের অতিরিক্ত পুলিশ সুপার তাকে জনগনের কাছ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
রাজনৈতিক পট-পরিবর্তন হলে বিগত ৮ সেপ্টেম্বর পটুয়াখালী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ কোর্টে মামলা করার পরামর্শ দেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞ আদালতের বিচারক মামলাটির সড়াসড়ি এজাহার রুজু করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ প্রদান করেছেন ।
এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিমউদ্দিন জানান, আজ আদালতের আদেশ পেয়েছি।