পটুয়াখালী প্রতিনিধি :
“উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” শ্লোগান নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয় এবং এর মাধ্যমে দিবসটিকে পালন করা হয়েছে।
উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।
আলোচনা শেষে সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের প্রয়োজনীয়তা ও উপকারী দিকের কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে প্রত্যেককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করার আহবান জানান।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০১৩ সালের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪ সাল থেকে জাতিসংঘভুক্ত অন্যান্য দেশের ন্যয় বাংলাদেশেও প্রতি বছর ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হচ্ছে।