পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর ধুলাধসার ইউনিয়ন গঙ্গামতি এলাকায় আজ ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
“করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ, আমরা কলাপাড়াবাসী সংগঠনের আয়োজনে সকাল ১১টায় গঙ্গামতি এলাকায় উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তব্য দিয়েছেন ধোলাই মার্কেট ব্যবসায়ী মৎস্য সমিতির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, আমরা কলাপাড়াবাসি সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, ওয়াটারকিপার্স বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি সহ অনেকে।
বক্তারা বলেন, এই উপকূলীয় বনাঞ্চল আমাদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে প্রাথমিকভাবে রক্ষা করাসহ প্রাকৃতিক ঝড়-বন্যা প্রতিরোধ করে। এই বনাঞ্চল উপকূলীয় এলাকায় সবুজ দেয়াল হিসেবে কাজ করে। তাই আমরা বনাঞ্চল রক্ষায় কাজ করে যাচ্ছি, এই উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড় বন্যায় সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই আমাদের সবুজ বেষ্টনী রক্ষা করার পাশাপাশি নতুন করে গাছ রোপন করা খুবই জরুরী কিন্তু বনদস্যদের কারণে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে এই সবুজ দেয়াল।