শিরোনাম

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত

Views: 29

পটুয়াখালী প্রতিনিধি :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক জানান, “দুর্যোগের প্রভাব মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আগাম তথ্য ও সচেতনতা আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।”

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কীভাবে আগুন নেভাতে হবে এবং উদ্ধারকাজ করতে হবে, তা তুলে ধরেন।

এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মধ্যে দুর্যোগ প্রশমন বিষয়ে শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ দিবসটি পটুয়াখালীর জনগণের মধ্যে দুর্যোগের প্রস্তুতি, সচেতনতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *