বরিশাল অফিস :: পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা নাসরিন (৩৮) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের মাহবুব তালুকদারের স্ত্রী।
সোমবার শহরের পুরান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই মিজান কাজী জানান, তার বোন নাসরিন দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। মিজান দোকানের ভিতরে এবং বোন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি ইজি বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে বোনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। ইন্টারনাল হেমারেজ এর কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবনস্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইজিবাইক চালক পলাতক রয়েছে।