শিরোনাম

পটুয়াখালীতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

Views: 54

পটুয়াখালী প্রতিনিধি :: বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল আট টায় পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলার সবচেয়ে বড় এ জামাতে ঈদগাহের ভিতরে ও বাইরে মিলে প্রায় ২০ হাজার মুসুল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

বড় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ জামাতে ইমামতি করেন।

আরো পড়ুন : এলো খুশির ঈদ, ঘরে ঘরে আনন্দ

ঈদের নামাজের জামাতে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান মুসুল্লিদের সাথে নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে মডেল মসজিদের পাশে অস্থায়ী ঈদগাহে মুসুল্লিদের সাথে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।

এছাড়া জেলা প্রশাসক ঈদগাহ, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফার দরবার শরিফ সহ জেলার ৫১১টি ঈদগাহ এবং ১৭৪১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ সহ পুরো পটুয়াখালী শহরকে সুসজ্জিত করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুসুল্লিরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *